ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
নড়াইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

নড়াইল: নড়াইলের সীমাখালীতে আলোচিত ইমরান ভূঁইয়া হত্যা মামলার আসামি চঞ্চল মোল্যাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার পাইকমারি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চঞ্চল ওই গ্রামের নজরুল মোল্যার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
 
মামলার বিবরণে জানা যায়, নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের যুঁথি নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমরানের (২২)। পরে যুঁথি তার এক খালাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে ইমরানের সঙ্গে তার মনোমালিন্য হয়। বিষয়টি মীমাংসার কথা বলে গত ২৫ আগস্ট সন্ধ্যায় যুঁথির খালাতো ভাই ছানি ও মামাতো ভাই রফিকুল ইমরানকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে যুঁথিদের বাড়িতে নিয়ে আসেন। ওইদিন রাতে ইমরানকে পিটিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির পাশে একটি মেহেগনি গাছে ঝুলিয়ে রাখা হয়। পরদিন তার মৃতদেহ  উদ্ধার করে পুলিশ।

পরে প্রেমিকা যুঁথি খানম, ভাই নাসিম মিনা, মা নাছিমা বেগম, খালাতো ভাই ছানি ম‍ল্লিক, রফিকুল ও রাজুসহ অজ্ঞাতপরিচয় আরো দুই/তিনজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন ইমরানের ভাই আসলাম হোসেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।