সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় মহাসড়কের পাশে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর বস্তায় বেঁধে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর