ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যানজট দেখে মন্ত্রীর ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রাজধানীতে যানজট দেখে মন্ত্রীর ক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উদ্দেশ্য সংসদ ভবন এলাকা থেকে মহাখালী ব্র্যাক ইন সেন্টারে একটি সেমিনারে অংশ নেওয়া। কিন্তু এটুকু পথ যেতে যানজট এবং জনগণের ভোগান্তির যে চিত্র দেখেছেন তাতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

  

রোববার (২৫ অক্টোবর) ব্র্যাক ইন সেন্টারে ‘সড়ক নিরাপত্তায় করণীয়’ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে এসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

সেমিনারস্থলে প্রবেশ করেই তিনি বলেন, সেমিনার করে লাভ নেই, রাস্তায় দীর্ঘ যানজট। সেমিনার করে কি হবে।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ‘অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ’ এ সেমিনারের আয়োজন করে।

এতে উপস্থিত রয়েছেন, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার সোহেল প্রসুখ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।