ঢাকা: রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে বিপ্লব ঘোষ (৩২) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পূর্ব রামপুরার কুঞ্জবন ৩৮০/১৫ পঞ্চম তলা ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সমেন বড়ুয়া বাংলানিউজকে উদ্ধারের বিষয়টি জানান।
তিনি বলেন, বিপ্লব ঘোষ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার মা-বাবাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। দুর্গাপূজায় তার মা-বাবা তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় গেলেও ঢাকায় থেকে যান বিপ্লব।
প্রতিবেশিরা ওই বাসায় থেকে পঁচা গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন। পরে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙে বিপ্লবের গলিত মরদেহ উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সমেন।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এজেডএস/আরইউ/বিএস