চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় বোগদাদ পরিবহনের একটি বাসচাপায় তাসনিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চরবাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার তানজিল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবুল হাশেম বাংলানিউজকে জানান, শিশুটি রাস্তার পার্শ্ববর্তী একটি মাদরাসা থেকে সকালে আরবী পড়ে রাস্তা পার হচ্ছিলো। ওই সময় চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যাওয়ার বোগদাদ বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং ঘাতক বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর থেকে প্রায় দেড় ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাসনিমের পরিবারের লোকজন জানায়, তার মা কয়েক বছর আগে মারা যান। এরপর থেকেই শিশুটি তার খালার বাড়ি চরবাকিলা পাটোয়ারী বাড়িতে থেকে পড়ালেখা করতো।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে শিশুটির পারিবার অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ