মেহেরপুর: মেহেরপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ওয়ারেন্টভূক্ত ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জোড়পুকুরিয়া গ্রামের সাহাবুদ্দীন (৪৫), মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের আনছার আলীর স্ত্রী হালিমা খাতুন (৪২) রয়েছে।
এছাড়া গাংনী উপজেলার মটমুড়া গ্রাম থেকে শহিদুল ইসলাম, মকলেছুর রহমান, হযরত আলী ও হেলাল উদ্দীন নামের ৪ জুয়াড়িকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, জোড়পুকুর গ্রামের সাহাবুদ্দীনকে প্রতারণা মামলায় আদালতের পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া জোড়পুকুরিয়া গ্রামের চাঞ্চল্যকর লাভলু হত্যা মামলার ২ নম্বর আসামি তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দীনসহ ডিবির একটি দল মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের আনছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছ উদ্ধার করে। এসময় আনছার আলীর স্ত্রী হালিমা খাতুনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বাংলানিউজকে জানান, আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ