ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের জেল

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে হাবিব (১৯) নামে এক তরুণের এক বছরের কারাদণ্ড হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান এ সাজার আদেশ দেন।



রোববার সকালে হাবিবকে কারাগারে পাঠানো হয়। তিনি
সাঘাটা উপজেলার চকদাতিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, স্থানীয় নাকাইহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন হাবিব। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের কারাদণ্ড দেন।
 
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।