গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে হাবিব (১৯) নামে এক তরুণের এক বছরের কারাদণ্ড হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান এ সাজার আদেশ দেন।
রোববার সকালে হাবিবকে কারাগারে পাঠানো হয়। তিনি
সাঘাটা উপজেলার চকদাতিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, স্থানীয় নাকাইহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন হাবিব। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর