ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার কাঠপট্টি সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত মো. আবুল কালাম (৩৫) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে মারা যান কালাম।

বেলা ১১টার দিকে কারওয়ানবাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহত আবুল কালামের বাড়ি নোয়াখালীর মাইজদী। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শিকদার বাংলানিউজকে জানান, ট্রেনের ধাক্কায় আবুল কালাম গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এজেডএস/আরইউ/এএসআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।