সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সেলিম রেজা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের জোনাকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা হাশেদ আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বাংলানিউজকে জানান, কলারোয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন সেলিম রেজা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে তিনি সাতক্ষীরায় যাচ্ছিলেন। এ সময় জোনাকি সিনেমা হলের কাছে সামনে থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/এসআর