ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে ছিনতাইকারীর হামলায় নিহতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
কুড়িলে ছিনতাইকারীর হামলায় নিহতের ঘটনায় মামলা ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অনন্ত বিশ্বাস (২৮) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।



রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে একই দিন ভোরে ছিনতাইকারীদের হামলায় গুরুতর জখম হন অনন্ত বিশ্বাস। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কেএম আশরাফ উদ্দিন জানান, ঘটনার পর সকাল সাড়ে ১০টায় মামলাটি দায়ের হয়। নিহত ব্যক্তির এক স্বজন মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দোষীদের ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সকালে ঢামেক হাসপাতালে অনন্ত বিশ্বাসের স্ত্রী কাকলী বিশ্বাস জানান, গ্রামের বাড়ি গাইবান্ধায় পূজা উদযাপন শেষে বাসযোগে ঢাকায় ফেরেন তারা। ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছে কুড়িল বিশ্বরোডে নামেন। সেখানে মিরপুর যাওয়ার জন্য অন্য বাসের অপেক্ষা করছিলেন।
এ সময় হঠাৎ ঘটনাস্থলে একটি প্রাইভেটকার এসে থামে। পরে প্রাইভেটকার থেকে কয়েকজন ছিনতাইকারী বেরিয়ে এসে তাদের সঙ্গে থাকা সোনার গহনা ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

এক পর্যায়ে ছিনতাইকারীরা অনন্ত বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।