ঢাকা: বাংলাদেশে সাংগঠনিকভাবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাংগঠনিকভাবে আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই। আমাদের গোয়েন্দারা সেটা পাননি।
তবে আইএস জঙ্গি, আনসারুল্লাহ বাংলাটিম, ছাত্রশিবির এরা সব একই সূত্রে গাঁথা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রোপাগান্ডা হতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। একটা কিছু হলেই তাৎক্ষণিকভভাবে আইএস বিবৃতি দিচ্ছে। আমরা তদন্ত করছি। যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, শিবির- সবই একসূত্রে গাঁথা।
তিনি আরও বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এখানে অন্য কোনো টেররিস্ট থাকতে পারে। তদন্ত করছি, শেষ হলে সুষ্পষ্ট করে প্রকাশ করবো। কে কার সঙ্গে জড়িত । খুব শিগগিরই জানাবো।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনা ঘটলে বিদেশি বন্ধুরা বাংলাদেশে আইএস আছে বলে যে কথা বলে থাকেন, তা ঠিক না। আমরা তদন্ত করছি, এতে সব বের হয়ে আসবে।
এদিকে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি জানিয়েছেন, ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের তদন্ত ‘শেষ পর্যায়ে’ এবং খুনিরা ‘চিহ্নিত’ বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পুলিশ। খুব শিগগিরই বিষয়টি প্রকাশ করা হবে বলেও কমিটিকে জানিয়েছে তারা।
তিনি বলেন, ঢাকায় যে বিদেশি নাগরিক খুন হয়েছেন, সেটার ব্যাপারে আমাদেরকে (সংসদীয় কমিটি) তারা (পুলিশ) জানিয়েছে, তারা তদন্তের শেষ পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই বিষয়টি প্রকাশ করা হবে বলেও তারা জানিয়েছে।
তাবেলার প্রকৃত খুনিরা চিহ্নিত হয়েছে কি-না জানতে চাইলে সভাপতি বলেন, তারা (পুলিশ) বলেছে, প্রকৃত খুনিরা চিহ্নিত। দ্রুতই এ ব্যাপারে তারা জানাবে।
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের ব্যাপারে ‘আরো সময় লাগবে’ বলে জানান কমিটির সভাপতি।
বিদেশি নাগরিক হত্যা ও আশুরার তাজিয়া মিছিলের বোমা হামলার ঘটনা একসূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন টিপু মুনশি। তিনি বলেন, এগুলো সবই একসূত্রে গাঁথা। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে এসব ঘটনা ঘটছে। দেশকে অস্থিতিশীল করতে এসব ঘটানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএম/আরইউ/এএসআর