নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ভারতীয় ৫ শিশু ও শিশু পাচারকারী এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলায় বসুরহাট মর্ডান হাসপাতাল সড়ক থেকে ৫ শিশুসহ পাচারকারী রেহানা বেগমকে (৪৫) আটক করে পুলিশ।
আটক রেহেনা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বিনোদআলী গ্রামের বাহার উল্ল্যার স্ত্রী। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা।
শিশুরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের ভাঙারপাড় খিলপারা এলাকার আবুল বাসারের ছেলে শামীম চৌধুরী (৮), এমাদ উল্ল্যার ছেলে শাহীন চৌধুরী (৭), একই এলাকার তক্কিন চৌধুরী (৩), নাছরিন বেগম (৩) ও ওবায়দ উল্লাহ চৌধুরী (১)।
পুলিশ বাংলানিউজকে জানায়, রাতে বসুরহাট মডার্ন হাসপাতাল সড়কে ৫টি শিশুকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে শিশুসহ রেহেনাকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে রেহানা জানান, ওই ৫ শিশু তার পরিবারের সদস্য।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, আটক রেহেনা শিশু পাচার চক্রের সদস্য। তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
তবে শিশু শামীম চৌধুরী জানিয়েছে, রেহানা তার ফুফু ও শাহীন চৌধুরী জানিয়েছে রেহানা সম্পর্কে তার বুবু হয়।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর