ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসনী দালান থেকে হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
হোসনী দালান থেকে হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পুরান ঢাকার হোসনী দালানের ভেতর থেকে দু’টি হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধার করেছে র‌্যাব ১০।

রোববার (২৫ অক্টোবর) সকালে  র‌্যাব ১০’র একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রবেশ পথের ফটক থেকে আলামত সংগ্রহের সময় ক্লিপ দু’টি উদ্ধার করে।



র‍্যাব ১০’র অধিনায়ক (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থল থেকে এর আগেও হ্যান্ড গ্রেনেডের ক্লিপ উদ্ধর করা হয়েছিল। রোববার সকালে উদ্ধার ক্লিপ দু’টির সঙ্গে আগের ক্লিপের মিল রয়েছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে হোসনী দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় এক জন নিহত ও শতাধিক আহত হন।

র‌্যাব অধিনায়ক বলেন, বোমাগুলো খুব হালকা ছিল। বেশি দূরত্ব থেকে এগুলো ছোড়া সম্ভব নয়। এগুলো সামনে থেকে ছোড়া হয়েছে অথবা ক্লিপ খুলে রেখে দেওয়া হয়েছিল। বিষয়গুলো আমরা যাচাই-বাছাই করছি।

হোসনী দালানের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে কি-না জানতে চাইলে মাতুব্বর বলেন, এখনো তেমন কিছু পাওয়া যায়নি। তবে ফুটেজ  বিশ্লেষণ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।