ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার শুরু হচ্ছে ‘প্রবারণা’ উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সোমবার শুরু হচ্ছে ‘প্রবারণা’ উৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব (ওয়াগ্যোয়াই পোয়ে)।

ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে এ উৎসব ২৬ অক্টোবর (সোমবার) শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

মূলত মারমা ও রাখাইনদের পূর্ণিমা তিথি হতে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি পর্যন্ত চলবে এ উৎসবটি।

বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের লোকজন তিন মাস ধর্মীয় কাজ (বর্ষা মাস) শেষে প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকেন।

রং-বেরংয়ের ফানুস উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, মারমা নাটক মঞ্চায়ন, মহারথ, মন্দিরে ছোয়াইং (খাবার) ও অর্থ দান এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের এ অন্যতম ধর্মীয় উৎসব উদযাপন করবেন।

জেলা শহরের ক্যাং গুলোতে রাতে মোমবাতি প্রজ্জলন, আদিবাসী পল্লীতে বিভিন্ন ধরনের পাহাড়ি পিঠা তৈরি উৎসবে মেতে উঠবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। গান বাজনা আর বাহারী পোশাকে সজ্জিত হয়ে রাস্তায় নেমে এসে এ উৎসবকে বরণ করে নেবে তারা।

২৭ অক্টোবর ছোয়াইং দান, প্রার্থনা অনুষ্ঠান ও ২৮ অক্টোবর সন্ধ্যায় পুরাতন রাজবাড়ি মাঠ থেকে ‘ছংরারাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়ে লাগাইমে’ (সবাই মিলে মিশে রথ যাত্রায় যাই) বিশেষ মারমা গান পরিবেশনের মাধ্যমে রথ নিয়ে ক্যাংয়ের উদ্দেশে যাত্রা শুরু হবে।

এসময় উপজাতীয় নৃত্যের তালে মোমবাতি জালিয়ে রথ টানায় অংশ নেবে হাজারও মারমা তরুণ-তরুণী। এ সময় ধমীয় পূর্ণতা লাভের আশায় দান করা হবে নগদ অর্থ। সব আনুষ্ঠানিকতা শেষে রাতে রথটি সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হবে।

মধ্যরাতে রাজগুরু ক্যাং, খ্যংওয়া ক্যাং, রাম জাদি, করুনাপুর, বুদ্ধ ধাতু জাদি, সার্বজনীন বৌদ্ধ বিহার, আম্রকানন বিহার, খ্যাংফিয়া ক্যাংসহ বিহারগুলোয় ছোয়াং দিতে পূণ্যার্থীরা জড়ো হবেন।
 
বৌদ্ধ ধর্মাবলম্বীরা তিন মাস ধর্মীয় কাজ (বর্ষা বাস) শেষে ও শীল পালনকারীরা প্রবারণা পূর্ণিমার দিনে বিহার থেকে নিজ নিজ সংসারে ফিরে যান। এ কারণেই এ বিশেষ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

এদিকে, বৌদ্ধদের প্রবারণা উৎসবকে ঘিরে বান্দরবানে হাজারও পর্যটকের আগমন ঘটেছে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসব উদযাপন কমিটির সভাপতি মংচিংনু মার্মা বাংলানিউজকে জানান, ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উৎসবে মেতে ওঠে মারমা ও রাখাইন তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, দায়ক-দায়িকারা। উৎসব শেষ হবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার। প্রবারণা পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি একটি সার্বজনীন সামাজিক উৎসব। মারমাদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী বড়ুয়া, চাকমা, তঞ্চঙ্গ্যারাও এ উৎসবে অংশ নেয়। এ সময় সব ভেদাভেদ দূরে ঠেলে উৎসবের আমেজে মুখরিত হয় পাহাড়ি শহর বান্দরবান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস-ফানুস উড়ানোর মাধ্যমে মানুষের জীবনের সব দুঃখ, কষ্ট, গ্লানি আকাশে উড়িয়ে দেওয়া হয়। যাতে পূণ্যার্থীরা সুখে শান্তি বসবাস করতে পারেন।

শান্তিপূর্ণভাবে প্রবারণা উৎসব উদযাপনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু পাহাড়ে আনন্দে মেতে ওঠার অপেক্ষা।
 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমির হোসেন বাংলানিউজকে জানান, উৎসবকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।