সাভার (ঢাকা): সাভারের জোড়পুল এলাকায় আরিফ (১৫) নামে এক দোকান কর্মচারীকে খুন করে নগদ টাকাসহ কম্পিউটার, মোবাইলফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বাংলানিউজকে বিয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাভারের জোরপুল এলাকার বাবুল হোসেনের দোকান কর্মচারী আরিফ রাতে দোকান বন্ধ করে ভেতর ঘুমিয়ে ছিলো। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে আরিফকে খুন করে নগদ টাকা, একটি কম্পিউটার, বিক্রয়ের জন্য রাখা ও বিকাশ করার মোবাইলফোন বেশ কয়েকটি মোবাইলফোন লুট করে নিয়ে যায়।
ঘটনায় খবর পেয়ে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান রাসেল শেখ।
রাসেল শেখ বলেন, হত্যাকারীদের দ্রুত খুজে বের করার চেষ্ঠা চলছে।
অরিফ গত এক বছর ধরে বাবুল হোসেনের মনোহারী ও ইলেকট্রিক দোকানে কাজ করে আসছিলেন। আরিফ হোসেন ফরিদপুরের বোয়ালমারী থানার চতুল গ্রামের বাদশা সিকদারের ছেলে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিএস