রাজশাহী: রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে রাখা ময়লা আবর্জনা থেকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার (২৫ অক্টাবর) বেলা সাড়ে ১১টার দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজশাহী মহানগরীরর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, রাজশাহী মহানগরীর গণকপাড়ার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে রাখা ময়লা আবর্জনা থেকে বোমাটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তবে কে বা কারা ওইখানে বোমা রাখলো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/বিএস