ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মধুখালী উপজেলা স্কাউট সমাবেশ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘শিশুরা দেশ ও জাতির ভবিষ্যত এবং আমাদের সেরা সম্পদ’ স্লোগানে ফরিদপুরের মধুখালীতে পাঁচদিনের উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
 
উপজেলার আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করেছে।

উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ স্কাউট এ সমাবেশে অংশগ্রহণ করছে।

রোববার (২৫ অক্টোবর) সংসদ সদস্য মো. আব্দুর রহমান বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে সমাবেশ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএসআর



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।