ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা থেকে যৌতুক মামলায় এক বছর করে কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামের খায়ের উদ্দিনের ছেলে বাছেদ আলী প্রামাণিক (৪০) ও মানিকপোটল গ্রামের হাছেন আলী সরকারের ছেলে মন্টু সরকার (৪৮)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ২০১২ সালে বাছেদ আলীর বিরুদ্ধে ও ২০১০ সালে মন্টু সরকারের বিরুদ্ধে বগুড়া জেলার পারিবারিক আদালতে পৃথক দু’টি যৌতুক মামলা হয়। ওই দুই মামলায় তাদের এক বছর করে কারাদণ্ডাদেশ দেয় আদালত। এতোদিন তারা পলাতক ছিলেন। সম্প্রতি বাড়ি ফেরেন তারা। খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/এসআই