কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় প্রতিবেশির লাঠির আঘাতে মীর শাহীন (৩০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খয়েরপুর গ্রামের মীর রেজাউল ইসলামের ছেলে শাহীন পাশের নিশ্চিন্তপুরে দোকানে চা খেতে যায়। এসময় আনিস নামে একজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চরম ক্ষীপ্ত হয়ে আনিস পাশে পড়ে থাকা বাস দিয়ে শাহীনের মাথায় আঘাত করে। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে শাহীনের মৃত্যু হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশীস বিন হাসান বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে আনিস পলাতক রয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
নিহতের ভাই সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক বলেন, বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায় প্রতিদিনই চায়ের দোকানের লোকজনরা শাহীনকে ক্ষেপাতো, আর শাহীনও তাদেরকে বিরক্ত করত। এসব নিয়ে কথাকাটাকাটি হত।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ