ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে দণ্ডপ্রাপ্ত ৪৪ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
হাজীগঞ্জে দণ্ডপ্রাপ্ত ৪৪ মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ৪৪ মামলা পলাতক আসামি মাদক ব্যবসায়ী দুলাল কাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় তিনি সাড়ে ৪ বছরের কারাদণ্ড পাওয়া আসামি।



শনিবার দিনগত রাতে পৌর এলাকায় অবস্থিত দুলালের বোনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। দুলাল পৌরসভার টোরগড় কাজী বাড়ির বাসিন্দা।

হাজগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, দুলাল কাজীর বিরুদ্ধে হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ৪৪টি মামলা রয়েছে।

তার নিজ বাড়িতে একটি মারামারির মামলায় সাড়ে চার বছরের সাজা ও নগদ এক হাজার টাকা জরিমানা করে চাঁদপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত। ওই রায়ের পর থেকে দুলাল পলাতক ছিলো।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মিজানুর রহমান পাটওয়ারী বিষয়টি বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী দুলাল আন্তঃজেলা মাদক ব্যবসায়ীদের অন্যতম। তার বিরুদ্ধে মাদক আইনসহ বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।