ঢাকা: দুই আইনজীবীকে হয়রানি না করতে আপিল বিভাগে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি আলী আহসান মুজাহিদ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয়েছে।
দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিন।
আবেদনে অভিযোগ করা হয়, ২২ অক্টোবর সন্ধ্যায় শিশির মনিরের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান। অন্যদিকে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়ি যাওয়ার পথে যমুনা সেতুর কাছ থেকে আসাদকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান একদল লোক।
মুজাহিদের রিভিউ এবং নিজামীর আপিল শুনানির সময় আইনজীবীদের ওপর এ ধরনের হয়রানি বন্ধ হওয়া দরকার বলেও আবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ইএস/জেডএস/এএসআর