রাজবাড়ী: রাজবাড়ীতে গরু চুরি করার সময় আটক করে নাজাই শেখ ওরফে লাটাই (৩৮) নামে এক চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নাজাই শেখ ওরফে লাটাই রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের হোসনেবাদ গ্রামের মৃত কাদের শেখের ছেলে।
জেলা সদরের দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের বাসিন্দা আকবর আলীর ছেলে মিঠু খান বাংলানিউজকে বলেন, শনিবার (২৪ অক্টোবর) রাতে আমাদের বাড়ির গোয়াল ঘরে চোর ঢোকে। শব্দ পেয়ে গোয়াল ঘরের কাছে যেতেই এক ব্যক্তি আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় আমি চিৎকারে করলে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিয়ে লাটাইকে আটক করে। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে রোববার সকালে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বাংলানিউজকে জানান, নাজাই শেখ ওরফে লাটাই একজন দাগী চোর। এক নামে গ্রামের সবাই তাকে চেনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিঠু খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গৃহকর্তা মিঠু খান বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/আরএ