ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে মো. শহিদুল্লাহ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।



মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শহিদুল্লাহ জেলার কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতব্বর পাড়ার শামশুল আলমের ছেলে।

কক্সবাজার আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দীলিপ কুমার ধর জানান, বিয়ের পর থেকে স্ত্রী এস্তফা বেগমকে (১৯) নিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বাত আলী পাড়ার আহমদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন শহিদুল্লাহ। এস্তফার বড় বোনও সেখানে বাসা ভাড়া থাকতেন। শহিদুল্লাহ যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। ২০১৪ সালের ২৫ আগস্ট সন্ধ্যার দিকে পুকুর পাড়ে বড় বোনের স্বামীর সঙ্গে এস্তফাকে কথা বলতে দেখে শহীদুল্লাহ ক্ষিপ্ত হন। ওই রাতেই শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন শহীদুল্লাহ।

ঘটনার পরদিন এস্তফার বাবা শবির আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। ওইদিনই পেকুয়ার আরবশাহ বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। একই দিন শহিদুল্লাহ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এপিপি দীলিপ আরো জানান, এস্তফা হত্যার ঘটনায় পুলিশ এ বছরের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে ও ২৮ জুলাই আদালত চার্জগঠন করে। অপরাধ স্বীকার করায় আসামির উপস্থিতিতে রোববার আদালত এ রায় দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন মোহাম্মদ মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।