ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

ত্রিশালের সাবেক এমপি মানিকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ত্রিশালের সাবেক এমপি মানিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলার বারইগাঁও গ্রামের মো. হাফিজ উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন।



বিচারক মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার।

মামলার অন্য আসামিরা হলেন- মোখলেছুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির ও সুলতান আহমেদ ফকির।

অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার বাংলানিউজকে জানান, ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বাদীর বাড়িসহ আরও কয়েকটি বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগ করেন স্থানীয় বালিপাড়া ইউনিয়ন রাজাকার বাহিনীর কমান্ডার আনিছুর রহমান মানিকের নেতৃত্বাধীন বাহিনী।

ওই সময় মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে হত্যা, সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং সংখ্যালঘু নরেন্দ্রনাথসহ অনেককে হত্যা করে স্থানীয় আহমেদাবাদ হাইস্কুলে স্থাপিত রাজাকার ক্যাম্পের পাশে গণকবর দেওয়ারও অভিযোগ করা হয় মামলায়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।