ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ মোশাররাফ হোসাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ মোশাররাফ হোসাইন মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
 
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

তিনি ওয়াশিংটনে থেকে বিশ্বব্যাংকের ওই পদে দায়িত্ব পালন করবেন।
 
জারি করা আদেশে বলা হয়, ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট এক মাস ১৪ দিনের জন্য লিয়েন মঞ্জুর ও বিশ্বব্যাংকের দায়িত্ব পালনের জন্য ১৫ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি বাতিল করা হলো। চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মোশাররাফ হোসাইন ভূইঞা মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।  
 
এদিকে, মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকে নিয়োগ দেওয়া হলেও মন্ত্রিপরিষদ সচিবের পদে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ২০১১ সালের ৩ অক্টোবর বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে কাজে যোগদান করেন মোশাররাফ হোসাইন ভূইঞা।
 
মোশাররাফ হোসাইন ১৯৮১ সালের শুরুতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, স্বশাসিত সংস্থা, মাঠ প্রশাসন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।
 
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে মোশাররাফ হোসাইন ভূইঞা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বিকল্প গভর্নর ছিলেন। এক পর্যায়ে তিনি আইডিবির নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হন।

এছাড়া তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন।
 
মাঠ পর্যায়ে তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজ করেছেন।
 
দুবাইয়ে বাংলাদেশ মিশনে কমার্শিয়াল কাউন্সেলর পদেও নিয়োজিত ছিলেন মোশাররাফ হোসাইন ভূইঞা। এছাড়া তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষদ সদস্য ছিলেন।
 
মোশাররাফ হোসাইন সরকারি মালিকানাধীন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিসিডিআরবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মোশাররাফ হোসাইন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত কার্টিন ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে যথাক্রমে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন।
 
লোক-প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন জার্নাল ও সংবাদপত্রে তার ২০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
 
ব্যক্তিগত জীবনে মোশাররাফ হোসাইন ভূইঞা বিবাহিত ও দুই সন্তানের জনক।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫/আপডেট: ১৬০০ ঘণ্টা
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।