ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভেঙে পড়েছে সেতুর স্লাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভেঙে পড়েছে সেতুর স্লাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: এক মাসের মাথায় ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর সেতুর স্লাব ভেঙে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় হঠাৎ সেতুটির চার ফুট স্লাব ভেঙে নিচে পড়ে যায়।

এতে যানবাহন এক লেন দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, বিপদ সংকেত হিসাবে স্থানীয়রা সেতুর ভাঙা জায়গার দুই পাশে গাছের ডাল ও লাল নিশানা টাঙিয়ে দিয়েছেন। সেতুর স্লাব ভেঙ্গে যাওয়ায় মহাসড়কে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ওই সেতুর মাঝখানে তিন ফুট স্লাব ভেঙে নিচে পড়ে যায়। পরে কোনোরকম দায়সারা মেরামত করা হয়। ফের এক মাসের মাথায় আবার সেতুর স্লাব ভেঙে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।