যশোর: যশোরে র্যাব সদস্য পরিচয় দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে যশোর শহরের শংকপুর সন্ন্যাসী দিঘিরপাড় এলাকা থেকে তাদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।
আটকরা হলেন, নড়াইলের কালিয়া থানা এলাকার তুহিন খন্দকার ও একই এলাকার নবির হোসেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, তুহিন সকালে যশোর শহরের ঈদগাহ মোড় থেকে ১২০ টাকা চুক্তিতে পালবাড়ী পর্যন্ত আল-আমিন নামে এক চালকের অটোরিকশা ভাড়া করেন। পথে শহরের গরীবশাহ মোড়ে গিয়ে তুহিন নিজেকে র্যাব সদস্য দাবি করেন। এ সময় তিনি মোবাইল ফোনে আরো দুইজনকে ডেকে এনে অস্ত্রের মুখে ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধার ও ঘটনায় জড়িত দুইজনকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর