গাজীপুর: জেলার শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সজীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সজিব কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ফিরুজ মিয়ার ছেলে।
এ দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। আহতরা হলেন- আমিরুল ইসলাম (২৮), আশিক (২০), শাহারা বেগম (৩০) ও অপর জনের পরিচয় জানা যায়নি।
রোবাবর (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনাবাজর-কাওরাইদ সড়কের সিপির মোড় এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আহত সবাই উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টায় মারা যান। পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
আরএম