কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জের জাতীয় পার্টির (জাপা) নেতা আতিকুর রহমান রাজা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বাজার এলাকায় স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-মাদারগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এস এম গোলাম মওলা, কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সরকার, জাতীয় পার্টির নেতা মাহবুব জামান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, নিহত রাজার ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শফিক সরকার প্রমুখ।
বক্তার দ্রুত রাজার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজা। এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/টিআই