ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কমিউনিটি পুলিশিংয়ের মত বিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
গাজীপুরে কমিউনিটি পুলিশিংয়ের মত বিনিময় সভা

গাজীপুর: আগামী ২৮ অক্টোবর গাজীপুর পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে, গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার)।



এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার রেজাউল হাসান রেজা, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন, গাজীপুর প্রেস কাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুজিবুর রহমান ও মুকুল কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।