ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুর থেকে অপহৃত কিশোরী পীরগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সাদুল্যাপুর থেকে অপহৃত কিশোরী পীরগঞ্জে উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে অপহরণ হওয়ার দুইদিন পর এক কিশোরীকে রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার মাদারপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।



এ সময় ফারুক মিয়া (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তিনি সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, ওই কিশোরী শুক্রবার সন্ধ্যায় অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে উপজেলার ধাপেরহাট বন্দরে গেলে ফারুক তার সহযোগীদের সহায়তায় কিশোরীকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যান।

শনিবার কিশোরীর বাবা বাদী হয়ে ফারুকসহ তিনজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় অপহরণ মামলা করেন।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহরণকারী ফারুককে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।