ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ কাফেলা’ ও ‘শান্তির পথ’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় রহমতিয়া খানকাহ শরিফের পীর খিজির খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) খিজির খান হত্যা মামলার দুই আসামি তরিকুল ইসলাম ও আলেক ব্যাপারিকে রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে পাঠায় ডিবি পুলিশ।
একই সঙ্গে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ওই দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে প্রত্যেককে ১৫ দিন করে রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশের পরিদর্শক আরশেদ আলী মন্ডল।
রিমান্ড শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম লুৎফর রহমান শিশির প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২০১৪ সালের গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের বাসার দোতালায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহত ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে শেরে বাংলানগর থানায় মামলা করেন। মামলায় ফারুকীকে হত্যা করে বাসা থেকে ৬ লাখ ৩ হাজার টাকা লুট হওয়ার অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআই/জেডএস/এএসআর