ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে অস্ত্র-কার্তুজসহ আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রামুতে অস্ত্র-কার্তুজসহ আটক ১২

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ভোরে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরাসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।



শুক্রবার ঈদগড়ে অ্যাম্বুলেন্স আটকে ৩ জনকে অপহরণের ঘটনায় এরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ছত্রধর ত্রিপুরা জানান, শুক্রবার ভোরে ঈদগাঁও-বাইশারী সড়কের ঈদগাঁও ঢালা এলাকায় কালভার্টের উপর গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব (৪০), বাইশারীর তুফান আলী পাড়ার আবুল ফজলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) ও তার বন্ধু শাহ আলমকে (২৭) অপহরণ করা হয়।

পুলিশ ২৪ ঘণ্টা পর শনিবার ভোরে কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে  তাদের দেওয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় পাহাড়ি এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজসহ ১২ জনকে আটক করে।

তিনি জানান, আটকদের রামু থানা ও ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে আটক ১২জনের নামপরিচয় জানায় নি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।