ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ছাতকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রাম থেকে নেছার আহমদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নেছার ওই গ্রামের এছলিম মিয়ার ছেলে।

সে ছাতক পেপার মিল উচ্চ বিদ্যালেয়র অষ্টম শ্রণির ছাত্র।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- নোয়ারাই ইউনিয়নের পাটিবাঁশ গ্রামের আলাবুরের ছেলে রোমেন (২০), আবুল খয়েরের ছেলে তারেক (২০) ও বাতির কান্দি গ্রামের কলমধর আলীর ছেলে ছপলু (১৯)।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে নেছার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রোববার ভোরে ওই গ্রামের নির্জন একটি জায়গায় তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় নেছারকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহত নেছারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।