ঢাকা: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবীদেরকে হয়রানির অভিযোগ করেছেন ডিফেন্স কাউন্সিলের প্রধান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের পক্ষের আইনজীবী শিশির মনিরের বাসায় ২২ অক্টোবর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালান। এ সময় তাকে না পেয়ে বাসা তছনছ করে। এছাড়া নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনকে ঢাকা থেকে সিরাজগঞ্জের বাড়িতে যাওয়ার পথে যমুনা সেতু এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা শুনেছি, তাকে এখন ডিবি পুলিশের হাজতে রাখা হয়েছে।
পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য এসব কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। আর এ কারণে কোনো প্রকার হয়রানি ছাড়া এ মামলাগুলোর পরিচালনা সুযোগ দিতে আপিল বিভাগের চেম্বার জজের আদালতে দু’টি আবেদনও করা হয়েছে বলে জানান খন্দকার মাহবুব হোসেন।
** দুই আইনজীবীকে হয়রানি না করতে নিজামী-মুজাহিদের আবেদন
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ইএস/এএসআর