জয়পুরহাট: বেকারত্ব নিরসন ও ঘুষ ছাড়া চাকরি দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা যুব ইউনিয়ন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা শহরের পাঁচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে যুব ইউনিয়ন ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুব ইউনিয়নের সভাপতি মাহমুদ আলম মিতু, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন বয়সের চাকরি প্রত্যাশীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
বক্তারা দেশের সার্বিক উন্নয়নে বেকারদের জন্য সরকারের কাছে ঘুষ ও দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই