বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের শ্রীরামপুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ মামুনুর রশীদ শিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরের পর শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।
শেরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমবিএইচ/জেডএস