ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হলুদ সাংবাদিকতা রোধের আহ্বান গাজীপুর ডিসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
হলুদ সাংবাদিকতা রোধের আহ্বান গাজীপুর ডিসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে কর্মরত সাংবাদিকদের হলুদ সাংবকাদিকতা রোধে সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক এস এম আলম।

রোববার (২৫ অক্টোবর) সকালে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক ও সাংবাদিকদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা তথ্য অফিসার রাহাত হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান।

ডিসি উপস্থিত সাংবাদিকদের পেশাগত সব নিয়ম-নীতি ও নৈতিকতার বিষয়গুলো মেনে চলার অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।