ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মাদকের গ্রাস থেকে বাঁচতে যুবকের স্বেচ্ছা কারাবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মাদকের গ্রাস থেকে বাঁচতে যুবকের স্বেচ্ছা কারাবরণ ছবি: প্রতীকী

রাজশাহী: মাদকের গ্রাস থেকে বাঁচতে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার আবদুস সামাদ (৩২) নামের এক যুবক।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দিয়ে জেলে পাঠানো হয়।

রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হিফজুর আলম মুন্সি জানান, মাদকাসক্ত আবদুস সামাদ উপজেলার মোক্তারপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক।

দুই কন্যার জনক আবদুস সামাদ গত এক দশক ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন নেশায় আসক্ত। পরিবারের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে নেশার জগত থেকে ফেরানো যায়নি। অবশেষে রোববার তিনি নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুস সামাদকে এক বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।