রাজশাহী: মাদকের গ্রাস থেকে বাঁচতে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার আবদুস সামাদ (৩২) নামের এক যুবক।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হিফজুর আলম মুন্সি জানান, মাদকাসক্ত আবদুস সামাদ উপজেলার মোক্তারপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক।
দুই কন্যার জনক আবদুস সামাদ গত এক দশক ধরে হেরোইন, গাঁজাসহ বিভিন্ন নেশায় আসক্ত। পরিবারের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে নেশার জগত থেকে ফেরানো যায়নি। অবশেষে রোববার তিনি নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুস সামাদকে এক বছরের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/আরএইচ