ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

১৪ দফা দাবিতে খুলনার গ্লোরি জুট মিলের শ্রমিকরা আন্দোলনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
১৪ দফা দাবিতে খুলনার গ্লোরি জুট মিলের শ্রমিকরা আন্দোলনে

খুলনা: ১৪ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে খুলনার গ্লোরি জুট মিলের শ্রমিকরা। বেসিন থেকে ফিনিশিং পর্যন্ত ১৬টি গ্রেডে বেতন বৃদ্ধি, বেতন থেকে অর্থ কর্তন বন্ধ, কল্যাণ তহবিলের অর্থ ফেরতসহ ১৪ দফা দাবিতে এ আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।



রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে তারা উৎপাদন বন্ধ রেখে মিলের সামনে রূপসার জাবুসা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে জাবুসা চৌরাস্তা মোড়ে হাইওয়ে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের তুলে দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মিল গেটে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।

ব্যক্তি মালিকানাধীন এ জুটমিলের বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর ধরে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়নি। মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও বেতন-ভাতা বৃদ্ধি পায়নি। এছাড়া কল্যাণ তহবিলের নামে বেতন থেকে অর্থ কর্তন, কারণে-অকারণে শ্রমিক ছাঁটাই, নামাজ এবং প্রাকৃতিক কাজে সময় না দেওয়াসহ বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিক নেতা মাসুদের নেতৃত্বে শ্রমিকরা সকাল ৯টায় জাবুসা চৌরাস্তা মোড়ে হাইওয়ে সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে যানজট তৈরি হলে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে ফের মিল গেটে অবস্থান নেয়।

পরে মিলের শাখা প্রধান রোকন শেখের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকে।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সোবাহান, আসলাম, আবু হানিফ, শাহিনুর শেখ, হোসনে আরা বেগম, পারভীন বেগম, শাহীদা বেগম, মনির হোসেন, লিয়াকত হোসেন, ইমরান ও ইয়াসিন প্রমুখ।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মিলের জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন বলেন, কর্তৃপক্ষের শর্ত মেনে কেউ কাজ করতে পারলে করবে, অন্যথায় ছেড়ে দেবে। তবে দাবি মানা হবে কি-না এ প্রসঙ্গে তিনি কিছু বলেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।