লালমনিরহাট: বিলুপ্ত ছিটমহলবাসীকে ভোটার করার প্রক্রিয়ার অংশ হিসেবে লালমনিরহাটের সদর ও হাতীবান্ধা উপজেলার ৪টি বিলুপ্ত ছিটমহলের ভোটার এলাকা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ওই উপজেলার উত্তর গোতামারী ১৩৫ ও ১৩৬ নং ছিটমহলে পুনর্বিন্যাসের কাজ শুরু করেন।
সূত্র মতে, ওই পুনর্বিন্যাসে পূনর্গঠিত সাধারণ ওয়ার্ড মৌজার বিবরণ ও অর্ন্তভূক্ত বিলুপ্ত ছিটমহলের নাম ও নম্বর তুলে ধরা হবে। দু’দেশের ছিটমহল বিনিময় আনুষ্ঠানিক হস্তান্তরের পর এটিই ইসির প্রথম উদ্যোগ।
পূনর্বিন্যাসে দেখা যায় হাতীবান্ধা উপজেলার ১৩৫ নম্বর ছিটমহলের ৪৮৮ জনের মধ্যে প্রায় ২২০ জন ও ১৩৬ নম্বর ছিটমহলের ১২ জনের মধ্যে ৭ জন নতুন ভোটার হবে।
দীর্ঘ ৬৮ বছরের অন্ধকার জীবনের মুক্তির পর এবার বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার হওয়ার খবর শুনে আনন্দ বিরাজ করছে লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলবাসীর মাঝে।
বিলুপ্ত উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দা মাজেদা বেগম (৪০), আজিজুল ইসলাম (৫০), কাদবানু (৪৫), ও আব্দুল মজিদ (৪৫) বাংলানিউজকে জানান, আমরা ভোটার হব, ভোট দিতে পারব এটা জানতে পেয়ে খুব ভাল লাগছে। আমরা ধীরে ধীরে আমাদের অধিকার পাচ্ছি।
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ছিটমহলের জন্য নতুন ভোটার এলাকা চেয়ে নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠানো হবে। এ উপজেলার বিলুপ্ত ১৩৫ নম্বর ও ১৩৬ নম্বর ছিটমহল গোতামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অর্ন্তভূক্ত করা হবে।
অপরদিকে লালমনিরহাট সদর উপজেলার বিলুপ্ত ১৫১ বাসপাই ও ১৫২ বাসপাই ভিতরকুঠি ছিটমহল কুলাঘাট ইউনিয়নের ১ ও ৫ নম্বর ওয়ার্ডে অর্ন্তভূক্ত হবে।
নির্বাচন কমিশনের গেজেট না হওয়ায় পাটগ্রাম উপজেলার ৫৫টি ছিটমহলের মধ্যে জনবসতিপূর্ণ ৩৮টি ছিটমহলের ভোটার এলাকা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়নি। তবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে পর্যায়ক্রমে পাটগ্রামের ছিটমহলেও ভোটার এলাকা পুনর্বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশিদের ভোটার করা হবে।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলানিউজকে জানান, নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলার ৪টি বিলুপ্ত ছিটমহলে ভোটার এলাকা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে।
ভোটার এলাকা পুনর্বিন্যাসের পর এসব এলাকার নাগরিকদের নাম ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হবে এবং গেজেট পেলে পাটগ্রামের বিলুপ্ত ছিটমহলেও ভোটার এলাকা পুনর্বিন্যাসের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ