সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠকের সময় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার ঢেকেরপাড়া গ্রামের রোজিনা (২০), ডলি (২৫), আলেফা (৪০), জাকিরুল (২০) ও নবীন (২৫)। তাদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালিশে উপস্থিত সারিয়াকান্দি পৌরসভার বর্তমান মেয়র টিপু সুলতান ও সাবেক মেয়র আব্দুল হামিদ সরদার বাংলানিউজকে জানান, ঢেকেরপাড়া গ্রামের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাখী আকতারের বাড়িতে বউ তালাক দেওয়া নিয়ে গ্রাম্য সালিশের সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে সেখানে রজিনা ও ডলির অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/আরএ