ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আলু চাষির মধ্যে ঋণ বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
পাথরঘাটায় আলু চাষির মধ্যে ঋণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫ শতাধিক আলু চাষিদের মধ্যে ২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

রোববার  (২৫ অক্টোবর) সকাল ১১টায় চৌধুরী মাসুম টিবিএম কলেজের মিলনায়তনে এ ঋণ বিতরণ করা হয়।



পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফর) অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের মাধ্যমে উপকূলীয় উপজেলা পাথরঘাটার ৫ শতাধিক আলু চাষিদের চাহিদা অনুযায়ী বিতরণ করেন।

সংস্থার নির্বাহী পরিচালক চৌধুরী মাসুমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ফারুক।

চৌধুরী মাসুম বলেন, উপজেলায় প্রতি বছর আলুর বাম্পার ফলন হওয়ায় গ্রামাঞ্চলের চাষিদেরকে আলু চাষে আরও উদ্ধুদ্ধ করার জন্য এ ঋণ দেওয়া হয়। কৃষকরা আলু উৎপাদন করে বিক্রির পর ঋণের টাকা পরিশোধ করবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।