ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন স্বপনকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে শহরের মাস্টারপাড়া সহদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ফেনী মডেল থানার সহদেবপুরের আওয়াল বাড়ির আবদুল আওয়ালের ছেলে।

পুলিশ জানায়, হত্যাসহ একাধিক মামলার আসামি শাহাদাত হোসেন স্বপন। এতোদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি সহদেবপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), তিন রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একাধিক হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।