ঢাকা: হোসনী দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়ছে ঐক্য ন্যাপ।
রোববার (২৫ অক্টোবর) প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য তাজিয়া মিছিলে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
একই সঙ্গে ওই রাতে অনুষ্ঠানস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল কি-না তাও তদন্ত করে দেখতে সরকারের কাছে দাবি জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেকের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, আব্দুল মুনায়েম নেহরু, যুগ্ম সম্পাদক হারুনার রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমএ/এমএন/জেডএস