ঢাকা: রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ওপর দুর্ঘটনার কবলে পড়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য শিরিন নাঈমের (সংরক্ষিত নারী আসন-৯) গাড়ি। এতে সিএনজি চালিত একটি অটোরিকশার চালক ও যাত্রী আহত হন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে তার কালো রঙের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ঘ-১৫-০৯৮৬) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, কুড়িল ফ্লাইওভারের ওপরে একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় সংসদ সদস্য শিরিন নাঈমের পুত্রবধূ মুক্তা তার সন্তানকে প্রাইভেট কারে করে বনানী থেকে বসুন্ধরার বাসায় নিয়ে আসছিলেন। প্রাইভেট কারটি ফ্লাইওভারের ওপর পড়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে (ঢাকা মেট্রো থ-১৩-৪১১০) ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন সিএনজি চালিত অটোরিকশা চালক শহীদুল ইসলাম ও একজন যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার, সিএনজি ও চালককে গাড়িসহ শিরিন নাঈমের বাসায় নিয়ে আসা হয়। আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মুক্তা বাংলানিউজকে জানান, আম্মুর (শ্বাশুড়ি শিরিন নাঈম) সঙ্গে কথা বলেছি। সিএনজি চালক ও গাড়ি বাসায় নিয়ে যেতে বলেছেন। পরে ব্যবস্থা নেবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ইএমএম/আরইউ/এএসআর