ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এএসআই ইব্রাহিম হত্যায় ৫ আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএসআই ইব্রাহিম হত্যায় ৫ আসামি রিমান্ডে ইব্রাহিম মিয়া

ঢাকা: দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়া হত্যা মামলায় ৫ আসামির ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- শেখ রফি আহমেদ, ইউনুস আলী, মাসুদ রানা, খন্দকার মেহেদী হাসান ও শফিকুর রহমান।



রোববার (২৫ অক্টোবর) আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় দারুস সালাম থানা পুলিশ।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২ অক্টোবর রাতে সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় অপর এক যুবক এএসআই ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান  জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ইব্রাহিমের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার পালপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম।

দারুস সালাম থানার ৩৮/৩ বর্ধবাড়ি এলাকার একটি পাঁচতলা বাসায় স্ত্রী-দুই সন্তান নিয়ে থাকতেন ভাড়া থাকতেন এএসআই ইব্রাহিম। গত দেড় বছর ধরে দারুস সালাম থানায় তিনি কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।