ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকচাকায় স্কুলশিক্ষিকা নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
পার্বতীপুরে ট্রাকচাকায় স্কুলশিক্ষিকা নিহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোবারকপুর এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কাছে ট্রাকের চাকায় মাসুমা বেগম (২৭) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-বড়পুকুরিয়া-মধ্যপাড়া সড়কে ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি।

পরে দুপুর ১টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুমা স্থানীয় শাহাজাহান আলীর স্ত্রী। তিনি মোবারকপুরে ব্রাক পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

জানা গেছে, সকালে মোবারকপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মাসুমা। এসময় ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, ট্রাকসহ চালক মারফিদুল ইসলামকে (২৬) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।