ঢাকা: অবসরে যাওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) কমিশনে ময়মনসিংহের কোতোয়ালী থানার এসআই মো. আবদুল জলিল ও তার স্ত্রী আসমা বেগমের নামে নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনের পর ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাবেন।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, মো. আবদুল জলিল বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে মিল নেই। স্ত্রীসহ পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এডিএ/জেডএস