ঢাকা: বর্তমানে গ্রামের ৯৮ শতাংশ মানুষ পানি সুবিধা পাচ্ছে। আর দেশের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতায় রয়েছে।
আন্তর্জাতিক সংস্থা মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এম আই সি এস) এক গবেষণার বরাতে ২০১২-২০১৫ সাল পর্যন্ত বেসরকারি সংস্থা ডরপ’র চালানো এক গবেষণায় এ তথ্য উঠে আসে।
রোববার (২৫ অক্টোবর) ধানমণ্ডিস্থ দৃক গ্যালারিতে ডরপ’র আয়োজনে ‘পানি অধিকার’ শীর্ষক তিন দিনব্যপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠান সহযোগিতায় ছিল আডভান্স অ্যান্ড প্রফেশনাল ফটোগ্রাফারস বাংলাদেশ।
ডরপ’র গবেষক মোহাম্মাদ জোবায়ের হোসেন জানান, ২০ শতাংশ টিউবয়েলের পানিতে আর্সেনিক বিদ্যমান। দেশের দুই শতাংশ মানুষ বিভিন্ন স্থান থেকে অনিরাপদ পানি সংগ্রহ করে পান করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ঢাকাসহ দেশের সব স্থানে নিরাপদ পানির সমস্যা রয়েছে। তবে নিরাপদ পানি পাওয়ার অধিকার নিয়ে বর্তমান সরকার কাজ করছে। যত দিন সমাধান না হবে, সরকারের এ কার্যক্রম চলবে। পানি সমস্যা সমাধানের জন্য এনজিও’র পাশাপাশি সরকারি সংস্থাও কাজ করছে।
‘পানি অধিকার’ বিষয়ে ২৪ জন আলোকচিত্রীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোলা ৮০টি ছবির প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ডরপ’র প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ এম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব ও পানি বিশেষজ্ঞ কার্ল ডি গ্রুট, আলোকচিত্রী আনোয়ার হোসেন, অ্যাডভান্স অ্যান্ড প্রফেশনাল ফটোগ্রাফারস বাংলাদেশ’র অ্যাডমিন শামসুল হক সুজা, হেলাল রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এফবি/আরএম